সময় - (১)
শংকর ব্রহ্ম


একটিবারের জন্য যে হায় যায়নি তোমায় ভোলা
           দরজা ছিল বন্ধ তবু জানলা ছিল খোলা

বসন্ত এলে গাছে গাছে ফুটতে থাকে ফুল
         তোমার কথা ভাবি না হায় বললে হবে ভুল
কত ভুল ভাবনা নিয়েই মানুষ জীবন গড়ে
            সেই ভুল পথে গিয়েই মানুষ কেবল মরে

দরজা ছিল বন্ধ কিন্তু জানলা ছিল খোলা
   একটিবারের জন্য কিন্তু যায়নি তোমায় ভোলা
অনেক স্বপ্ন মরলে নাকি একটি নারী মরে
            এই কথাটা বুঝিয়ে দেয় সময় এসে ঘরে