সব ছেড়ে
শংকর ব্রহ্ম
সে দিন কি আর আছে রে ভাই
যখন কাচ্চিল গুলি নিয়েই
ফুরিয়ে যেত সারা দুপুর
নুপূর পায়ে সন্ধ্যা আসত নেমে
মুছে যেত দিনের আলো লেত্তির টানে।
খেলার ছলে হারিয়ে গেছে ছেলেবেলা
যৌবন কি ভাবে গেছে
টের পাইনি মোটে
হারাতে হারাতে এ ভাবেই একদিন
ঠিক পৌঁছে যাব।
এই স্বপ্ন নিয়ে আজও বেঁচে থাকা
কবিতার দু এক পংক্তি
মাঝে মাঝে লেখা
নতুবা কবেই একদিন দুর ছাই বলে
অনায়াসেই চলে যেতাম
সব কিছু ছেড়ে।