রূপান্তর - (১).
শংকর ব্রহ্ম
হাতের তুমি হাতের আমি
তবু জাত নিয়ে সব বড়াই করি,
কিন্তু যদি বিবাদ ভুলে
সবাই সবার হাতটা ধরি
এই পৃথিবীর ছবিটা তবে
অনায়াসে বদলে দিতে পারি,
এসো সবাই জাতটা ভুলে
হাতটা সবার শক্ত করে ধরি।
রূপান্তর - (২).
দুরাচারী থেকে থেকে
একদিন রত্নাকরের ইচ্ছে হলো খুব
সদাচারী হতে হবে,
বল্মিক খেয়ে ফেলল কামনা বাসনা তার
আঁকুপাঁকু প্রাণের সঞ্চার হলো মনে
জ্ঞানের উন্মেষে
ধীরে ধীরে বাল্মিকী হয়ে উঠলো সে
অন্ধকার শেষে।