রাধা-কৃষ্ণ    
শংকর ব্রহ্ম


          কদম গাছে বাঁশি হাতে বালক থাকে বসে
বালিকা কোন দেখতে পেলে ফুল ছুঁড়ে সে হাসে
ডাক নামটি কৃষ্ণ যে তার
       ওরা সবাই কেউ নয় আর রাধা নামের যত
              বালিকারা ঘুরে বেড়ায় পথে ঘাটে কত

         কৃষ্ণ কিছু করে  না কাজ বাজায় শুধু বাঁশি
    মুখে যে তার লেগে থাকে অনাবিল এক হাসি
তাই দেখে কি রাধার বুকে বেজে ওঠে সুর
          কৃষ্ণ এখন মথুরায় নয়    থাকে হৃদয়পুর

     কৃষ্ণ রাধার হয় না মরণ      যুগ যুগ হয় পার
প্রেমের খেলায় নারী পুরুষ   ধারে না কারও ধার

    এ কালেও কৃষ্ণ রাধা     খুঁজলে পাবে পাড়ায়
    ওরা শুধু প্রেমের গুঁতোয়   সব কিছু যে হারায়