পূর্ণতা - ২.
শংকর ব্রহ্ম
গ্রীষ্মের প্রখর তাপে সব পুড়ে যায়
নদী নালা সব সয়ে নীরবে শুকায়,
শীতের রুক্ষ টানে পাতা ঝরে যায়
তারপর শ্রাবণের আসে আকূল ধারায়
খাল বিল ভরে ওঠে জলে বর্ষায়,
কিছুই থাকে না শূন্য সব ভরে যায়।
মগজ থাকে না শূন্য, ভরে চিন্তায়
সুচিন্তা না থাকলে, দুশ্চিন্তায়
কাটা ফাটা ভরে যেতে লাগে যে সময়,
শূন্য হৃদয় ভরে মিষ্টি কথায়,
থাকে না কিছুই শূন্য, ভরে যায় সব
সেটা শুধু মনে মনে কর অনুভব।