প্রেমগাথা
শংকর ব্রহ্ম


যখন তুমি কাছে এসে
                       বস আমার পাশটি ঘেসে
হাতটি ধরে আপন মনে আপন করে নাও
তখন আমি তোমার কাছে চাই না কিছু,      
চাই না কিছুই আর,
মনে মনে এই কথাটাই বলি শুধু,
                তুমি যেমন আদর দিতে পারো
তেমন করেই কষ্ট দিয়ো আরও
    সোহাগ ও ব্যথা দুই-ই দিয়ো বারবারও,
তোমার থেকে আঘাত পেলে আরও
               বুকে শুধু প্রেম জাগে আমারও,
তুমি যখন আমায় আদর কর
                     কাঁপে যেন বিশ্ব চরাচরও।

আবার তুমি যখন উঠে চলে যাও
আকাশ ভেঙে পরে আমার মাথার পরে,
             কেউ কোন আঁচ পায় না তারও।
তুমি যখন আমায় আদর কর
                     কাঁপে যেন বিশ্ব চরাচরও।