প্রেমের ফাঁদ
শংকর ব্রহ্ম
দেখ ভালবাসার ফাঁদ পাতা আজ বিশ্বজুড়ে
কে জানে কে যে কখন কোথায় ধরা পড়ে?
তোমাকে যে ভালবাসি,
সে কথা জানে না কেউ
শুধু জানে মন,
তবু দেখি গাছে গাছে,
সে কথা নিয়েই
করে পাখিরা কূজন।
তোমাকে যে ভালবাসি
সে কথা কাউকে আমি
বলিনি কখনও,
তবু দেখি জ্যোৎস্নায়
আমাকেই দেখে একা
চাঁদ হাসে যেন।
এরপরও ভালবাসা থাকে কি গোপন?
তুমিও বুঝেছ তা কি
কখনও ভেবেছ নাকি
আমাকে আপন?