প্রেমে-অপ্রেমে
শংকর ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°
১).
এইবার শব্দের অস্ত্রাগার খুলে দাও
যে যার মতন সুখে ডিমে দিক তা,
ধ্বনির মুগ্ধতা তাকে
প্রতিরোধী শক্তির তীক্ষ্ণতা শেখাক।
যে যার নিজের কাছে শুধু বুঝে নিক
সে কি আজ আছে মানুষের মতো,বাঁচা বলে যাকে?
২).
প্রেমে প্রতিরোধ আমি বুঝে গেছি
জেনে গেছি অপ্রেমে কতখানি শূন্য থাকে বুক
এইসব জেনে বুঝে জীবনের মানে খুঁজে
অমরতা পেতে চাই অহর্নিশ ,
যতই ওষ্ঠে তুমি তুলে দাও বিষ।