প্রথম দেখা
শংকর ব্রহ্ম
যেদিন তোমায় দেখে ছিলাম
বুক পুড়েছে জানি
মুখ পোড়াতে চাইনি বলেই
যাইনি কাছে আমি।
জানি তোমার বন্ধু অনেক
সঙ্গী সাথী কত
বুকের ভিতর চেপে রাখি
মনের যত ক্ষত।
তোমায় দেখে ভুলে ছিলাম
নিজের চাওয়া সব
টের পাইনি বুকের ভিতর
পুড়েছে অসম্ভব।
তোমায় ভেবে হারিয়ে ছিলাম
নিজের পাওয়া যত
বোঝা তখন হয়নি বোঝা
ভাবিনি অতশত।