প্রতিজ্ঞা আমার
শংকর ব্রহ্ম
তোমাকে যা ভালবাসি
এত প্রেম কাউকে আমি দিইনি কখনও
অথচ কোনদিনও বলিনি তোমায়
আজকাল বিলাসী বাতাস এসে ছোঁয় না আমায়
আপ্লুত হৃদয় নিয়ে কোনদিনই পাশাপাশি বসি না
সব কিছু যেন আজ নিয়ম মাফিক
বয়স বাড়ছে তাই মনের অন্তিম অস্থিরতা নিয়ন্ত্রণে রেখে
ভদ্রতার মুখোশে ঢাকি এই পোড়া মুখ।
এ'পথ আমার নয় এইসব নির্ভেজাল সুখ এসে
আমার নিকটে যেন অসুখের রূপ নিয়ে ধরা দেয় শেষে কাছে আসে ভালবাসে শুধু আর কিছু নয়
জানি কোনদিন পাশাপাশি বসে
কোন কথা বলা আর হবে না আমার
কোনদিনই হাত ধরে হাঁটবো না পথে
আর কোনদিনও বুক ছুঁয়ে বলব না তার প্রতিজ্ঞা আমার