প্ররোচনা
শংকর ব্রহ্ম
শুধু দেখা কিছু ভাবা কিছু কথা বলা
শুধু এই তার চেয়ে বেশী কিছু নয়
যদি কিছু হয় এই ভয়
তাড়া করে ফেরে
ক্ষুব্ধ শ্বাপদের মতো তাকে
ভিতরে বাহিরে।
কিছু বলা বা
না-বলা কথারা সব থাকে নিরাপদে
আর আমি পদে পদে দিশেহারা হই
তবু আমি চুপ করে রই
এই সব না বলা কথারা আমাকে খুব
জব্দ করে রাখে আর কিছু শব্দ এসে
সেই ফাঁকে গোপনে আমাকে চেতায়
কবিতা লিখতে খুব প্ররোচিত করে
" যে পারে সে আপনি পারে
পারে সে ফুল ফোটাতে,
আবার মধুর খোঁজে ভ্রমর এসে
পারে সে হুল ফোটাতে।"
আমি তাতে প্ররোচিত হই নির্বোধের মতো
জীবনের অন্তিমে এসে বোঝা গেল শেষে।