প্রান্তবেলায়
শংকর ব্রহ্ম
অমূল্য এই জীবনটা যে
ফুরিয়ে গেল হেলায় ফেলায়
এখন আমি বিভোর হয়ে
ব্যস্ত আছি শব্দ খেলায়,
জানি এরও মূল্য কিছু, নাই জীবনে
তাই তো আমি একলা থাকি আপন মনে।
বন্ধুরা সব মত্ত হয়ে মাতায় আসর
দেখি আমি মুগ্ধ চোখে,স্তব্ধ কিশোর
একলা মনে আপন জনে ভুলে যে তার
পথে পথে ঘুরে বেড়ায় আপনি বিভোর।
জীবন কেমন ফুরিয়ে যায় হেলায় ফেলায়
এখন কিশোর পৌঢ় বটে, প্রান্তবেলায়।