প্রাণ
শংকর ব্রহ্ম


মানুষের কাছে মানবতা অস্তগামী
আমরা সেচ্ছায় কবরস্ত করেছি
তার চেয়ে সোনা অনেক দামী
তাই কী অমানবিক হয়ে পড়েছি?

সোনার তুলনায় রক্ত অনেক সস্তা
গোপনে কারা যেন ছড়ায় ভ্রান্তি
তাহলে বুঝুন এখন কী অবস্থা
মানুষের মনে তাই ফেরে না শান্তি

মানুষের শরীর ভীষণ নরম
লোহার পরিমাণ কম কত
প্রাণের সাথে যুক্ত বলেই
বোধহয় তার দৃঢ়তা এতো।