ফুল ফোটে
শংকর ব্রহ্ম


ফুলেরা ফোটে না মোটে মানুষের জন্য
                      ফুটে উঠে গাছকেই করে তারা ধন্য,
মানুষেরা সেই ফুল ছিঁড়ে করে নষ্ট
         গাছেরা বোঝে না ভাবো? বোঝে তারা স্পষ্ট,
বুঝে তারা মনে মনে পায় খুবই কষ্ট
                  ভাবে তারা মানুষকে পামর ও পাপিষ্ঠ।

ফুলেরা ফুটিয়া গাছে মনে করে ধন্য
                     ফুটে থাকে তারা শুধু পতঙ্গের জন্য,
মানুষের জন্য ফোটে না তো মোটেও
            কভু কারও প্রেম প্রীতি যদি তার জোটেও,
তবু তারা মানুষকে বিশ্বাস করে না
                 মানুষের জন্য তারা ফুটে উঠে ঝরে না।