পরশপাথর
শংকর ব্রহ্ম
মনেকর সােনার দেশ গড়তে
বিশুদ্ধ লােহার খোঁজে পথে নেমে এসেছে পরশ পাথর
কিংবা ধরাে
ছাতা বেরিয়ে পড়েছে প্রকাশ্য রাস্তায়
খালি মাথার খোঁজে
অথবা খাঁটি জহুরীর খোঁজে পথে ঘাটে বেরিয়ে পড়েছে
মূল্যবান হিরে-জহরৎ
আবার ঢাকার মসলিন খুঁজ বেড়াচ্ছে
কলকাতার নগ্ন সুন্দরী
এমন তাে হতেই পারে
কালজয়ী কবিতা সমূহ যথার্থ কবির খোঁজে
ছড়িয়ে পড়েছে অলিতে গলিতে
আবার ধরা যাক দোকানের সমন্ত জুতােরা
খুঁজে বেড়াচ্ছ পৃথিবীর নগ্ন পদগুলো
কিংবা মনেকর
কবিতার আশ্চর্য পংক্তিগুলোে যখন
ঝিলিক মেরে উঠেছে কবির মাথায়
আর ঠিক তখনই তার হাত থেকে
কেড়ে নেওয়া হল কলম
এমন তাে হতেই পারে আজকাল
ধরাে না কেন আবার
সােনার দেশ গড়তে বিশুদ্ধ লোহার খোজে
অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে পরশ পাথর।