পরবাসী                        
শংকর ব্রহ্ম


অই যে রমণী পরনে রয়েছে ছেঁড়া ত্যানা
এ কেবল তার গ্লানি আমাদের নয়?

অই যে যুবক
বেকারত্বে ভুগে আত্মহনন বেছে নিল
এ কেবল তার দুঃখ আমাদের নয়?

অই যে শিশুটি অনাহারে মারা গেল কাল
এ কেবল তার ক্ষতি আমাদের নয়?

ওরা বুঝি আমাদের কেউই নয়
আমাদের পাশাপাশি
কিছুকাল পরবাসী ছিল?