পরবাস
শংকর ব্রহ্ম
বসন্ত এসেছে ফিরে পুনরায়
জানি না কি অভিপ্রায়?
আচকাই আকাশ পড়েছে ঝুঁকে
গৃহস্থ নদীটির বুকে,
আর সেই নদী পরকীয়া সুখে
আনন্দে চলেছে ছুটে সাগরের দিকে,
গাছপালা তাই দেখে লাজুক মুচকি হাসে
ভাবে কি করবে এখন তারা
তাদের তো প্রিয় চিরকাল থাকে পরবাসে।