পান্ডুলিপি                  
শংকর ব্রহ্ম
              

                              একটি কবিতা লেখার পর
শুধু অলঙ্কারগুলি সব খুলে নাও তার
তুলে নাও রূপময় বিভা যাতে তার সৌন্দর্য বেড়েছে।

ঘরোয়া পোষাকে চোখ তুলে দেখ তাকে
যদি তাতে রমণীয় লাগে
তবে সকলের কাছে তাকে ডেকে এনে
             নীরবে বসাও সবুজ গালিচা পাতা ঘাসে।  

নতুবা আড়ালে থাক চিরকাল
                               কবিতার পান্ডুলিপি হয়ে।