পাগল
শংকর ব্রহ্ম
এক পাগলের সঙ্গে দেখা সখের বাজারে
যেন আমাদের কত কালের চেনা পরিচয়
সে হাসলো অমলিন
আমিও হাসলাম ক্ষীণ
স্বজন বন্ধুদের কাছে আমিও
পাগল বলে পরিচিত হই
কারণ আমি ওদের মতো বৈষয়িক নই
চোখে চোখে কথা হল কত তার সাথে
আমাদের আগে কোথাও দেখা হয়েছে
দিনে কিংবা রাতে
হতে পারে সে মুখোশ পরে ছিল
মজা করার জন্য
আমিও তো আজকাল মুখোশ এঁটে ধন্য
আমরা কেউ কাউকে খুঁজি না কখনো
অথচ মাঝে মাঝে দেখা হয়ে যায়
পথেঘাটে হাটেবাজারে
কিংবা বিভিন্ন জায়গায়