নিঃস্ব হৃদয়
শংকর ব্রহ্ম


নিশি যখন চুল খুলে তার
                           আপন মনে রাত জাগছে,
দিনমণিকে বল ঘুমাতে।

         হিসেব করে সময় মতো জাগিয়ে দেবে
দেখবে কেমন বক ধার্মিক রাক্ষসী
                            নিবিড়তম এক চুমাতে।

দেশের,দশের কথা ভেবে
         মনটা যখন হয় উচাটন,কি করি তখন?
নিজেকে পাগল ভেবে  
                          আগল দিয়ে চুপটি করে
একলা থাকি ঘরে,দিই না সাড়া  
             বাইরে থেকে করলে ডাকা-ডাকি।
ছোট্ট শিশু আমায় দেখে,
                               বলল সেদিন ভুত  
আমিও নিজে তাই যে ভাবি,
ছোট্টশিশু সেটাও জানে, সত্যি কী অদ্ভুত।
আমি ধনগৌরবে নিঃস্ব হলেও  
                             মানসিক ভাবে ধনী,
এমন জীবন পেয়েছি বলেই
                             জননীর কাছে ঋণী।
নিঃস্ব হৃদয় বিশ্বকে ভয় পায় না মোটে,
        হাতকাটা অই জগন্নাথের রথের চাকা      
জনগণের ধরা দড়ির -হ্যাচকা টানে
       দেখ কেমন গড়গড়িয়ে আপনি ছোটে।