নিষেধাজ্ঞা
শংকর ব্রহ্ম
এক.
বাতাস এসে বললো কানে কানে
থাকিস কেন একলা সংগোপনে?
আমি তাকে কিছু বলার আগে
পালিয়ে গেল গোপন অনুরাগে।
তাকে আমি বলতে পারিনি যে
একলা থাকি কেন আমি নিজে,
আমার একলা থাকার কারণ
তার সাথে যে দেখা করা বারণ।
দুই.
দেখা হলে হলো, না হলে নেই
আসলে ব্যাপারটা কাকতালীয় নেহাতই,
ইচ্ছে পাখি ওড়ে কাছে দূরে
ধরা গেলে গেলো,না হলে নেই
তবে আক্ষেপ নেই কিছুতেই।