নিশাচর
শংকর ব্রহ্ম


চারিদিকে এত যে আঁধার
              চোখে তো কিছু দেখছি না আর
এখানে শিয়াল খোঁজে আবার
                    সুযোগ বুঝে নিজের খাবার।

রাত্রিবেলা উদাস মনে,
                    তাকিয়ে থাকি আকাশ পানে
বাতাস ডাকে বাউল সুরে
                       আয় না,যাবি এখানে ঘুরে।
আকাশ ঘুরে এলে পরে
                          আবার না হয় অন্ধকারে
আলো দিয়ে আসব তাকে
                             অন্ধকারে যারা থাকে।