নীরবতা
শংকর ব্রহ্ম

এক).

তুমি কী নির্বাক গাছ
         তোমার প্রেমের আচ
                    তুমি আর দিতে পার কাকে?

যতনে  ফোটানো ফুল
            চেয়ে দেখি বিলকুল
                     ঝরে যায় সামাজিক পাঁকে।

দুই).

বল তুমি বড় বেশি কথা      শুধুই অযথা
চিতার আগুন যাকে টানে
                      সে কি মানে বিপদ আপদ
শ্বাপদ জঙ্গল তার মঙ্গলময় আর
                                         প্রিয় মনে হয়।
তুমি বেশি অযথাই ভাব
আমি যাব যদি ভাবি তোমার সন্ধানে
                                               মনে মনে

তিন).

ভাবছি তোমায় ভুলেই যাব
                                    ভুলতে পারি কই
পারলে সেটা ভালই হতো
                                     পারছি না বলেই
আমি এখন দূরেই থাকি
                        মনের যতো বাসনা চাপি
স্বপ্নটাকে গোপনে ঢাকি
                                        নীরব হয়ে রই।