নীলকন্ঠ
শংকর ব্রহ্ম


একটি কবিতার জন্ম হবে
তার জন্য সমস্ত কষ্টের ভার তুচ্ছ ভেবেছি
পৃথিবীর সমস্ত গরল পান করে
                        নীলকন্ঠ হয়ে বসে আছি।

মহৎ সৃষ্টির লোভে
                দুঃখের সমস্ত ভার বুকে চেপে
মনের আঁধার যত দূর করে সব,
                   আলো নিয়ে উঠে দাঁড়িয়েছি।

একটি কবিতা লেখা হবে
       তার জন্য পার্থিব যত সুখ তুচ্ছ ভেবে
নতুন সৃষ্টির লোভে সমস্ত যন্ত্রণা ভুলে
                   মাথা তুলে সোজা দাঁড়িয়েছি।