নিজের ভিতর
শংকর ব্রহ্ম


বাইরে যাবার রাস্তা যখন বন্ধ
                  আমি তখন অন্ধ হয়ে একা
দাঁড়িয়ে আছি নিজের মুখোমুখি
           শেষকালে এই ভালে ছিল লেখা
তবুও আমি বলতে পার সুখি
               রাস্তা এখন সবই ভিতরমুখি
নিজের ভিতর একা থাকার মজা,
              একটু যদি শুরু করো খোঁজা
চাইলে তুমিও যেতে পার সোজা
           মন রাখা চাই একটুখানি তাজা

পালিয়ে যাবার রাস্তা যখন বন্ধ
        নিজের ভিতর একলা ডুবে থাকা
তেমন কী আর লাগবে বল মন্দ
        মনে শুধু খুশিররেশ বজায় রাখা