নিজেকে ভাসাও
শংকর ব্রহ্ম
আমরা আর আজকাল সংগ্রাম করি না
সংগ্রামের ভাব-ভঙ্গি করি
হাসি-কাঁদি নাচি-কুঁদি বাঁদর নাচাই
কোনটাই যথার্থ নয়
ঠিক যেন রোবট-মানুষ।
আজকাল আর কোন জ্ঞানীর পায়ের কাছেও
শান্তির ছায়া খুঁজে পাই না
কেবল নৈঃশব্দ
কাণে বাজে মৃত্যুর গুঞ্জন
যে দুর্ভোগ আমরাই সৃষ্টি করেছি একদিন
মৃত্যুঞ্জয়ী আলো থেকে অন্ধকারে এসে।
ভয়াবহ অভিজ্ঞতাগুলো
এখন আর তেমন রোমাঞ্চকর নয়
ফাঁপা এক মানুষের ভিতর
আমাদের আসল মানুষটা ক্রমশই হারিয়ে যাচ্ছে।
কবি লিখছেন যাদের জন্য
তারা এমনই নিরক্ষর কেউ পড়তে পারে না
শিল্পি আঁকছেন যাদের জীবন ভাষ্য
তারা অক্ষম তার ভাষা বুঝতে
নাকি আজকাল সব শিল্প-কলা
বোবা কালা অন্ধরাই বেশি করে বোঝে?
তাই বুঝি আজকাল
শিল্পি কবির কোন সামাজিক দায় ভার নেই?
এ এক আশ্চর্য সময়
কৃত্রিম মানুষে দেশ ভরে যাচ্ছে দ্রুত।
অন্তর্বতী চোরা স্রোতে
খড়-কুটো সামনের দিকে ধাবমান
এখন জরুরী খুবই নিজেকে প্রলুব্ধ করা
প্রতিকূল সময়ের স্রোতে।