নিজেকে নিয়ে
শংকর ব্রহ্ম
আমি যখন নিজেকে নিয়ে ভাবতে বসি
সমাজ চলে আসে
সমাজ নিয়ে ভাবতে বসলে
বাজার চলে আসে
বাজার নিয়ে ভাবতে বসলে
অর্থনীতি চলে আসে
অর্থনীতি টেনে আনে রাজনীতি
রাজনীতির কথা ভাবলে
চলে আসে নির্বাচনের কথা
আর নির্বাচন নিয়ে ভাবতে বসলে
ক্ষমতা আর অর্থের মন্ত্রবলে
চলে নির্বাচনে কারচুপি।
নিজেকে নিয়ে আর ভাবা হয় না।