নিবিড় হাতের স্পর্শ
শংকর ব্রহ্ম


ওই যে সফেদ বক বসে আছে পুকুরের ধারে
                                               একলক্ষ্যে স্থির
হুঁশ নেই কোন তার আশেপাশে আর
                                  তেমন কি কখনও তোমার
হয়েছে অস্থির মন
                                আমাকে পাবার জন্য কাছে?

সন্ধ্যার আকাশে তবু শুকতারা হেসে জ্বলে আছে।

পৃথিবীতে বহুকাল কেটে গেছে হেলায় ফেলায়
তবুও বাঁচার স্বাদ মেটেনি যে হায়
তুমিও কোথায়ও ঠিক বেঁচে আছ তোমার মতন
             সেইকথা আমাকে, কেউ বলেনি কখনও
তবুও সে হাতের নিবিড় স্পর্শ পাব বলে
                                          বেঁচে আছি আজও
করে যাচ্ছি মুখ বুজে সয়ে,করণীয় বাকী সব কাজও।