কবিতা
নেশা
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে সবকিছু শূন্য মানে ফাঁকা ফাঁকা লাগে
সময়ের খন্ডিত জীবন
মানুষের ব্যবহার রীতি
প্রণয়ের যৌন উপাচার
দিন আর রাত্রির বিভেদ প্রকৃতি
সব কিছু ব্যর্থ মানে শূন্য মনেহয়
ওপারে স্বপ্নের দেশ প্রিয় সব মানুষের ভিড়
পশ্চিমের আকাশ ছুঁয়ে সূর্য ডুবে যায় মুখ লুকায়
চাঁদে আজ মানুষ গিয়েছে
তবু খিদে পেলে খাবার জোটে না
দুঃখ পেলে বুক ফেটে যায়
এইসব জীবন যাপন
মাঝে মাঝে শূন্য মানে মিথ্যে মনে হয়
কোন নেশা তাকে আড়াল করে না।