নতুন আশা
শংকর ব্রহ্ম


       তোমাকে বলেছি আমি রাত্রি দিন
যেয়ো না ওখানে
                তুমি তার বোঝনি যে মানে
সে'কারণে নিজেকে লুকিয়ে রাখি
একাস্ত গোপনে

যেদিন পাবে না আমাকে
                   আর এই পৃথিবীর বুকে
তবু আমি বাতাসে
ফুলের গন্ধে পঞ্চভুতে হয়ে লীন
    বলে যাব আমার বেদনা সেই দিন

ফুলের সুবাস হয়ে বাতাস মাতাবে
তোমায় আদরে-সোহাগে রাগ-অনুরাগে
            আর আমি
আবার কখনও বাতাস হয়ে ছুটে আসব
প্রাণ ভরে ভালবাসব
           তা তো তুমি জানবে না আর
তবু তা আমার মনে
               জন্ম দেবে নতুন আশার