নৈঃশব্দে তাড়িত শব্দ
শংকর ব্রহ্ম
নৈঃশব্দে তাড়িত শব্দ
আশ্রয় খুঁজেছে এসে নিকটে আমার
নিরাশ্রয় ব্যর্থতায়
ব্যথা আর গ্লানি বোধে শুধু
সময়ের গূঢ় ভাগ কেটেছে যাহার
বাতাসও প্রলুব্ধ হয়ে
হুটোপুটি করে ছিল শুরু
আর তার গোপন প্রশ্রয়ে
কী আর বলব গুরু
নৈঃশব্দে তাড়িত শব্দ
যেন এক কোমল কিশোরী হয়ে
আমার নিকটে এসে
শুধু খুঁজেছে আশ্রয়
কিন্ত কেন
আমি শুধু পাই এই ভয়
আমি তাকে
কাছে ডেকে বলতে পারিনি
আমার নিরাশ্রয় সময়ের
গূঢ়তম গল্পের কাহিনি