মুক্ত আকাশ
শংকর ব্রহ্ম
তুমি আমার ভোরের আকাশ, তুমি আমার মুক্তমন
তোমায় পেয়ে ফিরে পেলাম, ষাট পেরিয়ে নবযৌবন
এখন আমি ফুটতে থাকি, টগবগিয়ে কবিতায়
জানি তোমার এ'সব কথা, মোটেও জানার কথা নয়
তবু আমি তোমার কথা, ভাবতে থাকি অনুক্ষণ
সে'সব কথা কেউ না জানুক, জানে আমার সুপ্তমন
তোমায় নিয়ে কল্পনাতে, কোথায় না আর যাই আমি
আগ্রা,প্যারিস,রোম কিংবা সহস্রবার বৃন্দাবন।
তুমি আমার স্বপ্ন সাথী,স্বপ্নে আসো যখন চাও
তুমি এ'সব জান না তাই, জানলে তোমার বাড়ত ভাও
এখনও তোমায় ভাবতে গেলে,মনে কেমন ঢেউ খেলে
ঢেউয়ের টানে দুলতে থাকি, মাছের মত পাখ মেলে
দুলতে দুলতে তোমার কাছে, পৌঁছে তো চাই অনায়াসে
চোখে আমার মুক্ত আকাশ, স্বপ্নে তোমার মুখ ভাসে।