মুখটা দেখাও
শংকর ব্রহ্ম
মুখোশ যখন খুলছে
তখন খুলুক না হয় একে একে
মুখোশ ছাড়া মুখটা তোমার
দেখুক না হয় অন্য লোকে
এতদিন তো মুখোশঅলা
মুখটা তোমার দেখে দেখেই কাটল বেলা
এখন না হয় কুটিল মুখের ছলাকলা
এবং নানান কারসাজিটা ঢেকে ফেলে
আর এক মুখোশ তৈরী কর
নতুন ছাঁচের ঢালাই ঢেলে
কিংবা না হয় মুখোশটাকে ছিঁড়ে ফেলে
সত্যিকারের মুখটাকে আজ
দেখাও তোমার সবার মাঝে মজার ছলে