মুখোমুখি
শংকর ব্রহ্ম
যখন তখন যাকে তাকে বলা যায় নাকি
ঘনিষ্ট উত্তাপের কথা
এমন জ্যোৎস্না রাত চরাচরে বাতাসও শীতল
কাছে নেই তুমি এ সব দুঃসহ লাগে খুব
এমন দুঃসহ দিনে শুয়ে আছি
হাসপাতালের বিধবা চাদরে
তোমার কথা ভাবতে ভাবতে
যে কখন নিজের অজান্তেই
অসুস্থতা কেটে যায় অনেকটাই
তোমাকে কাছে পাওয়ার তীব্র বাসনায়।
এমন চাঁদনি রাতে তুমি আমি পাশাপাশি বসে
পরস্পর মুখোমুখি
ঘনিষ্ট উত্তপের গল্পে
দুর্বিসহ রাতও অনায়াসে পার হয়ে যায়