মুখ দেখা
শংকর ব্রহ্ম


কি বলবো তাকে শিশু না বালিকা?

মুখ দেখা আলোয় ফুটপাথ ফাঁকা
দু'একজন পথ চলতি মানুষের কাছে
ভিক্ষে চাইছিল সে দে বাবু দু'টো টাকা.....

হঠাৎ তার সামনে এসে
                হাত পেতে দাঁড়ালো নববর্ষ
আর কী আশ্চর্য় একগাল হেসে
কচি হাতে বাটি আপুর করে সব সুখ
তার শূন্য ঝুলিতে ঢেলে দিল উজবুক।

বাতাস তা দেখে
খবর দিতে ছুটলো আকাশকে
                                  আর তার আগেই
আকাশের সমস্ত নীল ব্যস্ততা ঝুঁকি নিয়ে
ঝুঁকে পড়েছে তার মুখে।