মূক কবি
শংকর ব্রহ্ম


কবি যে খুঁজছে নিজস্ব ভাষা তার
বোবার দেশের দেবতা পেয়েছে তাকে?
এত ব্যথা প্রাণে তাতে ঝুঁকে পড়ে কবি
          খুঁজছে যে তার আপন কন্ঠস্বর।

       চায়নি তো সে কখনও অমন স্বর
অন্যের কথা বলতে চায় না বরং তাতে
যে বিতৃষ্ণা আছে তার, হারায় যে স্বর
    নৈঃশব্দের ভিতরে,গভীর অন্ধকার।

অস্ফূটস্বর তাতে ঝুঁকে পড়ে কবি
     কবি যে খুঁজছে নিজস্ব ভাষা তার
          বন্দী সে স্বর দূরে দূরে বহুদূরে
ঝিঁ ঝিঁ পোকা ডাকে নিজস্ব কলস্বরে।