মিথ্যে মনে হয়
শংকর ব্রহ্ম


যাতে অমৃত নেই তা নিয়ে আমি কি করব?
এই পশ্ন করে ছিল মৈত্রেয়ী কতকাল আগে

অমৃত চাই না প্রভু
মৃতদের মাঝে শুধু চোখ মেলে
                          জেগে থাকতে চাই

হা অন্ন  হা অন্ন করে অন্নপূর্ণা দেশ
শুধু অন্ন দাও প্রভু গরীবের শূন্য পেটে
                 খেটে খেটে বেচারা হতাশ

অমৃত চাই না আমি একা আর
                               শুধু বস্ত্র চাই
আর কতকাল ওরা নিয়ে থাকবে
                         ছেঁড়া কাঁথা কানি

দাঁড়াবার মাটি চাই পায়ের তলায়
মাথার উপরে ছাঁদ
              আকাশ হলেও ক্ষতি নেই

অমৃত চাই না প্রভু আজ আর
শুধু চাই অধিকার মানুষের মতো বাঁচবার

     আর যত চাওয়া সব মিথ্যে মনে হয়