মিথ্যে মনে হবে
শংকর ব্রহ্ম
অনেক কথা না জানাই ভাল
যেমন ধরো যারা তোমাকে ঘিরে রাখে সর্বদা
স্তুতি করে প্রতি মুহূর্তে
তারা তোমায় কেউই পছন্দ করে না
বরং মনে মনে ঘৃণা করে খুব
স্তুতি করে তোমাকে সন্তুষ্ট রাখতে
কিংবা ধরো যাকে তুমি প্রাণের চেয়েও
বেশি ভালবেসে জড়িয়ে রয়েছো জীবনে
সে তোমাকে দেখায় বটে ভালবাসে খুব
কিন্তু তার চেয়েও বেশি
ব্যবহার করে তোমাকে নিজ প্রয়োজনে
জেনে তোমার মন ক্ষুব্ধ হবে নাকি
তবে আর সে সব কথা জানবার
আর কি বা দরকার
অথবা মনে করো
যাকে তুমি শ্রদ্ধা কর ভীষণ
অথচ সে তোমায় মনে মনে
পেড়ে ফেলছে রোজ যখন তখন
মুহূর্তে শ্রদ্ধা উবে গিয়ে
ঘৃণায় ভরে উঠবে না তো মন
সুতরাং কিছু কথা থাক না আড়ালে
একান্ত গোপনে আবডালে
তাই সব কথা জানতে চেয়ো না কখনও
সব কিছু জেনে গেলে পরে
এ জগৎ সংসার সব মিথ্যে মনে হবে