মায়াবী বন্ধনে
শংকর ব্রহ্ম
একদিন ভোরে উঠে জেনে যাব জীবনের মানে,
প্রিয় প্রভাত এসে বলে দেবে কানে
জীবনের রহস্য কোথায়?
একদিন বাতাসের স্নিগ্ধতাও
আমাদের বুঝে নিতে দেবে,
কেন যে প্রেমের ফাঁদ পাতা থাকে সমস্ত ভুবনে।
রাতের শিশির এসে একদিন বলে দেবে ডেকে,
তুমি কেন মাঝে মাঝে দূরে দূরে থেকে,
আমাকে কষ্ট দাও,
নিজেও দুঃখ কিছু কম পাও না যে।
একদিন বর্ষার মেঘেরাও
আমাকে যে ডেকে নিয়ে, চলে যাবে দূরে
আর আমি আসব না ঘুরে,
তুমি কি তা জানো?
একদিন আজানের সুরে
আকাশের নক্ষত্ররা সব কেঁপে উঠবে
ভোরের বাতাসে, সে কথা কি মানো?
জীবনের রক্ত প্রবাহে
এত সব আশ্চর্য বেয়াড়া বিস্তার,
আর গোপন রহস্য আজও রয়ে গেছে বলে
তাই আজও বেঁচে থাকা,
তাই আজও আগামী স্বপ্নের কথা ভাবা,
নতুবা থোরাই তোয়াক্কা করি,
জীবনের মায়াবী বন্ধনে।