মাতৃদিবসে
শংকর ব্রহ্ম


এ কথা স্বীকার করতে মনে কোন দ্বিধা নেই
মায়েরা থাকে সন্তানের হৃদয় জুড়েই
আজ এই মাতৃদিবসে
মা'কে শ্রদ্ধা জানাই কীসে
ভেবে 'মা' কথাটা লিখতেই
আস্ত একটা পৃথিবী ভেসে ওঠে চোখের সামনে
এরচেয়ে বেশী কিছু বলা অযথা
আমার কাছে মনেহয় বাতুলতা।

কত মুখ স্মৃতি মন থেকে মুছে গেছে অনায়াসে
মায়ের মুখটা যেন আজও পূর্ণিমার চাঁদ হয়ে ভাসে,
কী স্নিগ্ধ মায়ার বন্ধনে
জড়িয়ে থাকে সে হৃদয়ে ও মনে।