মরুদ্যানে যে ফুল ফোটে
শংকর ব্রহ্ম


কোন কবি নাম করে কেউ বা তা করে না
               কবিতার মান তাতে একটুও পড়ে না
দুজনের কবিতাই পাশাপাশি রেখে
                   বিচার করতে বসে মনে হয় দেখে
বিষ্ণু দে নামি কবি সমর সেন যেন তত নয়
          তবু দেখ দুজনেরই আছে কবি পরিচয়

কেউ কেউ নাম করে অনেকে তা করে না
       সেই সব কবিদের যারা কবি বলে ধরে না
সেই সব কথা ভেবে যদি কেউ দুঃখ পায়
            মন তার ভরে যদি আক্ষেপে রুক্ষতায়
কি হবে উপায় ভেবে মন ভরে হতাশায়

তবু রুক্ষ মরুর বুকে ফুটেছে যে পারিজাত
           রূপ রস গন্ধে তার আমাদের করে মাত