মনোব্যথা - (১)
শংকর ব্রহ্ম


মাঝে মাঝে শূন্যতা এসে গ্রাস করে নিতে চায় সব
              একা লাগে বড় বুকের ভিতর ওঠে খাঁখাঁ করে
আমি সে শূন্যতা ভরাতে চাই
                   না পাওয়া যত ভালবাসা মনে জড়ো করে
আর তার নির্যাস ঢেলে দিতে চাই কবিতায়
                                সবটা পারি না পারি না দেখে
বুকের ভিতরে শুধু ছটফট করে মন করে ওঠে হায় হায়
                          একা একা কষ্ট পাই মনের ভিতরে

তবু জনে জনে ডেকে বলতে পারি না সে কষ্টের কথা
    জমে জমে পাথর হয়ে ওঠে মনের ভিতরে সেই ব্যথা
বাস্তব ও ভার্চুয়াল জগতে তবু বন্ধু আছে কত
              ক'জনের কাছে আর মন খুলে বসি অবিরত