মনোব্যথা - (২)
শংকর ব্রহ্ম


বেশ তো ছিলাম একলা তোমার হৃদয় জুড়ে
বেশ তো ছিলাম মনের থেকে অনেক দূরে
আজ সে এলো এখানে বলো কেমন করে?

এ'সবের যে কী মানে হয়
                     খুঁজতে গিয়ে দিনটা ফুরায়
মনে জাগে যে কত সংশয়
পারে না থাকতে কেন সে আমার উপর সদয়

তাকে নিয়ে আর আমি ভাবি না তেমন
            কবিতাকে নিয়ে আজ মেতেছি যেমন
তাকে নিয়ে কিছুতেই মাতি না তেমন
          কবিতাকে সব দিয়ে তাকে নিয়ে আজ
লিখে ফেলি কত শত প্রেমকথা আর কত কাব্য
তাকে নিয়ে সারাদিন বসে বসে ভাবব
হৃদয়ের ব্যথা যত অনায়াসে তুলে দেব তাকে
কিছুটা তো দুঃখ দূর হয় তাতে
                       সে যে কেন রাগ করে এতে?