মনের কথা
শংকর ব্রহ্ম
মনের ভিতর ক্ষোভের কথা বুড়্ বুড় করে,
শোনার মতো মানুষ কই ?
ব্যস্ত সময়, ছুটছে সবাই।
সেগুলোই মাঝে মাঝে ফেসবুকে ঢালি,
মন খালি করে ফেলি।
আবার নতুন করে যন্ত্রণা শুরু হয়,
নতুন বুড়্ বুড়ি
সুড়সুড়ি দেয় মনে প্রাণে,
ফেসবুক খুলে,
নিজেকে নিঃস্ব করে
ঢালি আর ঢালি শুধু ঢালি,
এ'ভাবেই ক্ষোভ ও যন্ত্রণা করি খালি।
৩০ নভেম্বর, ২০১৭
কলকাতা