মনের অসুখ
শংকর ব্রহ্ম
নিয়মের দাঁত আছে
সেই সব দাঁতগুলি তুলে ফেলে দিয়ে
মাধুর্যের বৈধ উপহার
কার হাতে তুলে দিয়ে যাব আছি সেই প্রতীক্ষায়
আমার কি দায় আছে কোন প্রতীক্ষায় থাকা?
সারারাত আঠা হয়ে গাঢ় ঘুমে
আকাশের চাঁদ যদি নিদ্রা জুড়ে
নেমে এসে পাশে বসে কিংবা জড়ায়
কি বলার আছে তবে, কি-ই বা করার?
বিনিদ্র কাটে রাত যার।
নিয়মের আক্কেল দাঁতগুলো ফেলে দিয়ে তুলে
বাধানো দাঁতের খেলা শুরু হলে পরে
সহসাই মেঘ জমে চরাচরে
গুরু গুরু ডাক শুরু করে
হিম সুখে ভেসে যায় অকস্মাৎ বুক
সেরে যায় জমে থাকা মনের অসুখ।