মনে পড়ে যায়
শংকর ব্রহ্ম


    কিছুই যায় না ভোলা, সবকিছু পড়ে যায় মনে
আজ যে থুড়থুড়ে বুড়ি একদিন সে-ও ছিল কনে।

যায় না কিছুই ভোলা, থেকে যায় সবকিছু মনে
কেবল তোমার কথা মনে পড়ে শুধু ক্ষণে ক্ষণে।

কিছুই যায় না ভোলা, সবকিছু পড়ে যায় মনে
     প্রাসাদ নগরী এই, একদিন ঢাকা ছিল বনে।

যায় না কিছুই ভোলা,থেকে যায় সবকিছু মনে,
আপসোসে মরে জনগণে লুঠেরা বসিয়ে সিংহাসনে।

কিছুই যায় না ভোলা, সবকিছু পড়ে যায় মনে
লুম্পেন লুঠেরা সব এ'দেশে এসেছিল ভাগ্য অন্বেষণে।

যায় না কিছুই ভোলা, থেকে যায় সবকিছু মনে
      কেবল তোমার কথা মনে পড়ে যায় ক্ষণে ক্ষণে।