মনে মনে
শংকর ব্রহ্ম
'আমি ভাল নেই'- এই কথা বলতেই
একরাশ মেঘ এসে ঝাঁপালো শহরে
তুমি ভাল নেই- এই কথা জানতেই
সূর্যের তেজ বেড়ে পোড়ালো শহর
কেন যে আমরা ভাল নেই - এই কথা জানতেই
ছুটে এলো আকূল বাতাস
'হা হুতাশ করে কোন লাভ নেই' - এই কথা বলে
সে-ও গেল ধীরে ধীরে চলে
এরপর আর ভাল না থাকার কোন মানে হয় বলো
চলো তবে দু'জনে কোথাও ঘুরে আসি মনে মনে
শহর ছাড়িয়ে দূরে অন্য কোথাও কোন খানে