মানে হয় কোনো
শংকর ব্রহ্ম
কে যে এত ভালবাসা ভরে দিয়ে গেল বুকের ভিতর
হে ঈশ্বর,দম ফেটে যাবার জোগাড়
আর তার পায়ের নূপুর অকস্মাৎ বেজে ওঠে বুকের ভিতর
ফুটে থাকে সহস্র গোলাপ শুধু তারই জন্য
লোকালয় পার হতে গিয়ে দেখেছি
কত অবুঝ নদী কাঁদে নীরবে নিভৃতে
গায়ে গঞ্জে খুশিতে বেচা কেনা করেছি সময়
মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছি একা
লোভের সামগ্রী বলতে ছিল কাঁচপোকা আর ফড়িং
আর কিছু নয়
ভালবাসা বলতে বুঝতাম টলটলে রোদ্দুরের দিন
শীতের দুপুরে
আর জোনাক জ্বলা রাত গাঢ় অন্ধকারে
এর বেশী কিছু নয়
আর আজকাল ভালবাসা বলতে
কেন যে শুধু তোমার কথা মনে পড়ে যায়
হাওয়ায় হাওয়ায় পারিজাত কিংবা হাস্নুহানা নয়
তার নিজস্ব নিবিড় গন্ধ ভেসে আসে নাকে
অকস্মাৎ তার কন্ঠস্বর বেজে ওঠে কানে
এর বুঝি হয় কোনো মানে