মানবতা - (৪).
শংকর ব্রহ্ম
এক).
ইঁট পাথরে গড়া ভূতল
নিজের ভিতর পুষেছি খল
কঠিন পাথর সরালে জল
তবুও আমার দু'চোখে ছল
যে মানুষটা দুঃখ পায়
শৈশব তার হারিয়ে যায়
তবুও সে সুস্থতায়
আরও কিছুদিন বাঁচতে চায়
মাটি পাথরে গড়া ভূতল
গভীরে তার স্বচ্ছ জল
রয়েছে লুকিয়ে তাতেও
আর্সেনিক নামক হলাহল।
দুই).
পোষা যে ময়না কথা কয় না
তাকে বাইরে ছেড়ে আসি
যাকে প্রতিদিন শিখিয়ে ছিলাম
তোকে বড়ই ভালবাসি।
আমরা মুখে বলি সর্বদাই
মানবতার বড় বড় কথা
অথচ কাজের বেলায়
জানি না কোথায় হারায় মানবতা।