মানবতা - (৩).
শংকর ব্রহ্ম


আনন্দ উৎসবে
মন্দিরে শঙ্খধ্বনি বাজে
গীর্জায় বাজে ঘন্টা
আজানের ধ্বনি আসে কানে মসজিদ থেকে
তবুও কেন এত হানাহানি ধর্ম নিয়ে?

অন্তহীন মৃত্যুমিছিল দিকে দিকে,
কে দেবে জবার তার?
বিবেক দংশন করে,
বিশ্বজুড়ে ধ্বংসের উল্লাসধ্বনি প্রগতির নামে
অভুক্ত মানুষেরা বাকরুদ্ধ এইসব দেখে,
কেউ কেউ আর্তনাদ করে।
তাই দেখে, মানবতা গুমড়ে গুমড়ে মরে।